Wellcome to National Portal
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আইসিটি প্রশিক্ষণ

ইউআইটিআরসিই,পার্বতীপুরে ২০১৫-২০১৬ অর্থ-বছরে ৯ টি ব্যাচে ২১৬ জন শিক্ষক, ২০১৬-২০১৭ অর্থ-বছরে ২৪ টি ব্যাচে ৫৭৬ জন শিক্ষক ,২০১৭-২০১৮ অর্থ-বছরে ৮ টি ব্যাচে ১৯২ জন শিক্ষক ,২০১৮-১৯  অর্থ-বছরে ১২টি ব্যাচে ২৮৮ জন শিক্ষক, ২০১৯-২০ অর্থ-বছরে ৬ টি ব্যাচে ১৪৪ জন শিক্ষক ও ২০২০-২১ অর্থ-বছরে  ৭টি ব্যাচে ১৬৮ জন শিক্ষককে  "আইসিটি ট্রেনিং ফর টিচার্স" শিরোনামে প্রশিক্ষণ সু-সম্পন্ন হয়েছে । এছাড়াও  ২০২১-২২ অর্থবছরে ১৬ ব্যাচে ৩৬০ জন শিক্ষককে লাইভ ক্লাস ম্যানেজমেন্ট বিষয়ে, ২০২২-২৩ অর্থবছরে ৭ ব্যাচে মোট ১৬৮ জন শিক্ষককে লাইভ ক্লাস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 এছাড়াও  ২০১৮-১৯  অর্থ-বছরে ৪টি,২০১৯-২০  অর্থ-বছরে ১টি এবং ২০২০-২১ অর্থ-বছরে ১টি ব্যাচে মোট ৬ টি ব্যাচে ১৪৪ জন শিক্ষককে কম্পিউটার হার্ডওয়ার নেটওয়ার্ক ট্রাবলশ্যুটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 

যার মাধমে মোট ২৪৭২ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । 

 

  • ২০২১-২০২২অর্থবছরে ০১ ব্যাচে ২৪ জন শিক্ষককে বেসিক আইসিটি ও ১৫ টি ব্যাচে ৩৬০ জন শিক্ষককে Interactive Teaching and Live Class Management প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • ২০২২-২০২৩ অর্থবছরে ০৭ টি ব্যাচে ১৬৮ জন শিক্ষককে Interactive Teaching and Live Class Management প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • ২০২৩-২৪ অর্থবছরে ০৮ টি ব্যাচে ১৯২ জন শিক্ষককে "Basics ICT for Teachers" শিরোনামে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

স্টুডেন্ট কেবিনেট নির্বাচনঃ 

২০১৮ ও ২০১৯ সালে ৮৮টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ফোকাল পয়েন্ট হিসাবে দায়িত্ব পালন ও অনলাইন এ ভোটের ফলাফল সফলভাবে প্রেরণ নিশ্চিতকরণ। 

 

বার্ষিক শিক্ষা জরিপঃ 

২০১৭,২০১৮, ২০১৯,২০২০,২০২১,২০২২,২০২৩  সালে পার্বতীপুর উপজেলাধীন ১২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা জরিপের তথ্য ব্যানবেইস সার্ভারে সফলভাবে প্রেরণ ও তথ্যের সঠিকতা যাচাই।

 

শিক্ষা প্রতিষ্ঠানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়(GIS SURVEY):

২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের GIS SURVEY এর মাধ্যমে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় এবং গুগল ম্যাপে অন্তর্ভুক্তিকরণ। 

 

ইন্টারনেট সেবাঃ 

ইউআইটিআরসিই,পার্বতীপুরে লোকাল সাইবার সেন্টার এর মাধ্যমে ১২০০ জন শিক্ষককে ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও ৮৫০ জন শিক্ষককে বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে।